মাথার যন্ত্রণা শুরু হলে ছাড়ার নাম নেয় না অনেক সময়

তার জেরে অনেক সময়ই জরুরি কাজকর্ম ভণ্ডুল হয়ে যায়

কিন্তু কেন ঘন ঘন হয় এমন! সম্ভাব্য কিছু কারণ রয়েছে এর

পর্যাপ্ত ঘুম না হলে যন্ত্রণায় ছিঁড়ে যায় মাথা

দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা থেকেই হতে পারে মাথার যন্ত্রণা

শরীরে জলের জোগানে ঘাটতি পড়লেও মাথাব্যথা হয়

একটানা কম্পিউটারের দিকে তাকিয়ে বসে থাকেন আপনি!

সাইনাসের সমস্যা থাকলে ঘন ঘন মাথাব্যথা হতে পারে

চোখের উপর চাপ পড়লেও হতে পারে মাথার যন্ত্রণা

চা-কফির অভ্যাস হয়ে গেলে, না পেলে সমস্যা দেখা দেয়

আবার গুরুতর অসুখের পূর্ব লক্ষণও হতে পারে, ডাক্তার দেখান