অবশেষে গুগল সংস্থা জানিয়েছে তারা কবে থেকে ইন-অ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করবে।

বছর ধরে যেসমস্ত গুগল অ্যাকাউন্ট ব্যবহার হয়নি সেগুলিকে ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে তারা পয়লা ডিসেম্বর থেকেই ইন-অ্যাক্টিভ গুগল অ্যাকাউন্টগুলি ডিলিট করা শুরু করবে।

গত মে মাসে প্রথম একথা প্রকাশ করেছিল সংস্থা। তারপর যাঁদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই তাঁদের সতর্কবার্তাও পাঠানো হয়েছিল।

যে সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করা হবে সেগুলির সঙ্গে যুক্ত থাকা যাবতীয় ডেটাও ডিলিট হয়ে যাবে।

আপাতত যে কয়েকদিন সময় বাকি রয়েছে চাইলে কোনও ইউজার তাঁর ২ বছর ধরে ব্যবহার না হওয়া গুগল অ্যাকাউন্টকে সক্রিয় করে তুলতে পারেন।

অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে নিজের জিমেল অ্যাকাউন্ট খুলে কোনও ইমেল পড়ুন কিংবা কাউকে মেল পাঠান।

অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন কোনও কনটেন্ট আপলোড বা ডাউনলোডের জন্য।

অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে গুগল অ্যাকাউন্টের সাহায্যে ইউটিউবে ভিডিও দেখতে পারে।

আপনার রেজিস্টার্ড গুগল অ্যাকাউন্টের সাহায্যে প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করতে পারেন। গুগল ফটোর মাধ্যমে শেয়ার করতে পারেন ছবি।