অ্যান্ড্রয়েডের মতো এবার আইওএস ভার্সানেও বাড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা। আইওএস ভার্সানে ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন একটি ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস ২৩.২২.৭২ - এখানে নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। আগে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ১৫ জন ইউজার যুক্ত হতে পারতেন। নতুন ফিচারের সাহায্যে আইওএস ভার্সানে একসঙ্গে ৩১ জন্য ইউজার হোয়াটসঅ্যাপ কলে অংশগ্রহণ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সানেই আগেই এই ফিচার চালু হয়েছিল। এবার আসছে আইওএস ভার্সানে। আইওএস ভার্সানে আগের তুলনায় হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অনুমান, অল্প দিনের মধ্যেই এই ফিচারের সুবিধা পাবেন সমস্ত আইওএস ইউজাররা। অন্যদিকে বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং ফিচার চালু হয়েছে।