অ্যান্ড্রয়েডের মতো এবার আইওএস ভার্সানেও বাড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা।

অ্যান্ড্রয়েডের মতো এবার আইওএস ভার্সানেও বাড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা।

ABP Ananda
আইওএস ভার্সানে ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন একটি ফিচারের রোল আউট শুরু হয়েছে।

আইওএস ভার্সানে ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন একটি ফিচারের রোল আউট শুরু হয়েছে।

ABP Ananda
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস ২৩.২২.৭২ - এখানে নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস ২৩.২২.৭২ - এখানে নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে।

ABP Ananda
আগে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ১৫ জন ইউজার যুক্ত হতে পারতেন।

আগে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ১৫ জন ইউজার যুক্ত হতে পারতেন।

ABP Ananda

নতুন ফিচারের সাহায্যে আইওএস ভার্সানে একসঙ্গে ৩১ জন্য ইউজার হোয়াটসঅ্যাপ কলে অংশগ্রহণ করতে পারবেন।

ABP Ananda

অ্যান্ড্রয়েড ভার্সানেই আগেই এই ফিচার চালু হয়েছিল। এবার আসছে আইওএস ভার্সানে।

ABP Ananda

আইওএস ভার্সানে আগের তুলনায় হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে।

ABP Ananda

আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অনুমান, অল্প দিনের মধ্যেই এই ফিচারের সুবিধা পাবেন সমস্ত আইওএস ইউজাররা।

ABP Ananda

অন্যদিকে বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে।

ABP Ananda

এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং ফিচার চালু হয়েছে।

ABP Ananda