বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপেও এবার চালু হতে চলেছে বিজ্ঞাপন। মেটা- তে আগেই চালু হয়েছে এই বিজ্ঞাপন।

হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, মূল ইনবক্সে বিজ্ঞাপন দেখা যাবে না। কিন্তু হোয়াটসঅ্যাপের দুটো বিভাগে চালু হতে চলেছে বিজ্ঞাপন।

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ স্টেটাসে এই বিজ্ঞাপন দেখা যাবে। তবে সংস্থার তরফে কিছু জানানো হয়নি এখনও।

সেপ্টেম্বর মাসে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ পরিষেবা থেকে আয়ের উদ্দেশ্যে ইউজারদের বিজ্ঞাপন দেখাবে কর্তৃপক্ষ। সেই রিপোর্টের সমস্ত দাবি অস্বীকার করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা।

তবে এবার হোয়াটসঅ্যাপের তরফেই জানানো হয়েছে যে এই মাধ্যমে বিজ্ঞাপন আসতে চলেছে। খুব দ্রুত এই ফিচার চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপে।

অনলাইন প্রতারণার হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই ইউজারদের সুরক্ষায় নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া কাম্য নয়।

Protect IP address in calls- এই নতুন ফিচার চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল চলাকালীন ইউজারের আইপি অ্যাড্রেস লুকনো থাকবে।

হোয়াটসঅ্যাপ কোম্পানির সার্ভারের মধ্যেই সরাসরি সংযুক্ত থাকবে এই কলের পরিষেবা। কোনও থার্ড পার্টি অ্যাপের ব্যবহার থাকবে না।

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি অপশনাল, অর্থাৎ ইউজার চাইলে ব্যবহার করতেন, বা নাও করতে পারেন। তবে ব্যবহার করলে বাড়বে নিরাপত্তা।

হোয়াটসঅ্যাপ কল চলাকালীন ইউজারদের আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করে হ্যাকাররা হাতিয়ে নিচ্ছিল ব্যক্তিগত তথ্য। এটা রুখতেই চালু নয়া ফিচার।

Thanks for Reading. UP NEXT

হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন ফিচার

View next story