আজকাল বেশিরভাগ ফোনেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। রাসায়নিক ক্রিয়ার ফলে একটা নির্দিষ্ট সময়ের পর কিছুটা কমজোর হয়ে পড়ে এইসব ব্যাটারি। এর ফলে হয়তো দেখবেন আগে ফোনে যেভাবে দ্রুত চার্জ হয়ে যেত তা আর হচ্ছে না। কিংবা পুরো চার্জ দিলেও ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ স্টোর থাকছে না। স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত এইসব যাবতীয় সমস্যা দূর করতে চাইলে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন, তা জেনে নেওয়া যাক। ফোনের ব্যাটারিতে অত্যধিক চার্জ দেওয়াও ডিভাইসের পক্ষে ক্ষতিকর। ফোনে ফুল চার্জ হয়ে গেলে ডিভাইস থেকে চার্জার খুলে রাখুন। আবহাওয়ার চরম অবস্থাতেও স্মার্টফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খুব ঠান্ডা বা প্রবল গরমে ব্যাটারি কমজোর হতে পারে। ফোন চার্জে বসিয়ে কথা বলা কিংবা ফোন ব্যবহার করা, গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা- এইসব কাজ করা উচিত নয়। এর ফলে ব্যাটারি খারাপ হতে পারে। ফোনের ব্যবহার যত কম হবে, ইন্টারনেট যত কম ব্যবহার করবেন ফোনে, ব্যাটারিতে তত বেশি সময় পর্যন্ত চার্জ থাকবে। ফোনের ব্যাটারিতে চার্জ ২৫ শতাংশের কম হতে দেবেন না। কম চার্জ থাকাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির উপর প্রভাব পড়ে। ফোনে অপটিমাইজড ব্যাটারি চার্জিং ফিচার থাকে তা অন করে অর্থাৎ এনাবেল রাখুন। বজ্রপাত বা তুমুল বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকলে ফোন সুইচ অফ করে রাখুন। তাহলে ডিভাইসের ব্যাটারি দীর্ঘদিন ভাল থাকবে।