টেলিগ্রামে নতুন ভাবে যুক্ত হয়েছে বেশ কয়েকটি আপডেট যার সঙ্গে মিল রয়েছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের। ইনস্টাগ্রামের মতো টেলিগ্রামেও ইউজাররা আপলোড করতে পারবেন স্টোরি। টেলিগ্রাম স্টোরিতে ইউজাররা মিউজিক যুক্ত করতে পারবেন। ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া যাবে স্টোরি। এছাড়াও টেলিগ্রাম স্টোরিতে রিঅ্যাকশন হিসেবে স্টিকার ব্যবহার করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামেও ইউজাররা ভিউ ওয়ান্স মোডে মিডিয়া ফাইল শেয়ার করতে পারবেন। টেলিগ্রামের স্টোরি ফিচার অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতোই। ৬, ১২, ২৪ এবং ৪৮ ঘণ্টার জন্য স্টোরি আপলোড করতে পারবেন ইউজাররা। টেলিগ্রাম স্টোরিতে অডিও যোগ করার ক্ষেত্রে অরিজিনাল অডিও বেছে নিতে পারবেন ইউজাররা। টেলিগ্রামে ভিউ ওয়ান্স মোডে পাঠানো ছবি একবার খুলে দেখার পর তা ডিলিট হয়ে যাবে। এর স্ক্রিনশট নেওয়া যাবে না। সেভ করাও সম্ভব নয়।