চিকেন স্যালাড খেতে যেমন সুস্বাদু, তেমনই এটি একাধিক জিনিসের সঙ্গে খাওয়া যায়।



রোস্টেড গোটা চিকেনের থেকে পরিমাণ মতো চিকেন ব্রেস্ট টুকরো করে কেটে নিন।



এতে মেশান পরিমাণ মতো মেয়োনিজ, পেঁয়াজ, সেলেরি বা ইচ্ছামতো সবজি।



যদি মনে হয় শুকনো লাগছে তাহলে চিকেনের স্টকটা দিয়ে দিন এতে।



এতে মেশাতে পারেন মাস্টার্ড সস, টক স্বাদ আসবে তাতে।



এই মিশ্রণের সঙ্গে পরিমাণ মতো নুন ও গোলমরিচ মেশাতে হবে। ব্যাস তৈরি চিকেন স্যালাড।



এই স্যালাড আপনি লাঞ্চে এমনি খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর খাবার।



শুধু খেতে না চাইলে পাঁউরুটির মাঝে ভরে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন।



শুধু চিকেন দিয়েই নয়, এভাবে খুব সহজেই ডিম দিয়েও স্যালাড বানাতে পারেন।



এই ধরনের স্যালাড খেতে সুস্বাদু, খুব সহজে বানানো যায়, সেই সঙ্গে স্বাস্থ্যকর, হালকাও।