Image Source: PIXABAY

পরিবারের নবজাতক সদস্যটি কি খাওয়ার পর প্রায়ই বমি করে?

সদ্যোজাতকে এই ভাবে খাবার উগরে দিতে দেখে হয়তো অনেক মা-বাবাই ঘাবড়ে যান।

তবে বিশেষজ্ঞদের মতে মাঝেমধ্যে বমি নবজাতকদের মধ্যে অস্বাভাবিক নয়।

যদিও এই ধরনের ঘটনা প্রায়ই হতে থাকলে কোনও সমস্যা থাকতে পারে, মনে করেন বিশেষজ্ঞরা।

নবজাতক, বিশেষত যারা মেয়াদের আগেই জন্মেছে, তাদের পাকযন্ত্র 'ডেভলপড' নাও হতে পারে।

GER বা 'গ্যাস্ট্রোইসোফেগ্যাল রিফ্লাক্স'-ও বার বার বমি করার অন্যতম কারণ হতে পারে।

এছাড়া ওভারফিডিং, ভুল 'ফিডিং পজিশন', বিশেষ ধরনের খাবারে অ্যালার্জি-ও এর কারণ হয়ে থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, খুদেদের মধ্যে বমির সমস্যা কমাতে অল্প মাত্রায়, বার বার খাওয়ানোর অভ্যাস জরুরি।

উপরের দিকে মুখ রেখে খাওয়ানো দরকার। এতে GER-এর আশঙ্কা কমে।

ঢেঁকুর তোলানোর প্রথা প্রায় সকলেই জানেন। তবে নিয়ম মানার পরও সমস্যা থাকলে ডাক্তারের কাছে যাওয়া দরকার।