করোনার চতুর্থ ঢেউ নিয়ে হইচই চার দিকে। এর মধ্যে কী ভাবে আটকাবেন মাঙ্কি পক্স সংক্রমণ? কয়েকটি উপায় মেনে চললেই অনেকাংশে সুবিধা হতে পারে। যেমন, আপনি যদি কোনও সংক্রমিতের পরিচর্যা করেন তা হলে অবশ্যই পিপিই ব্যবহার করুন। হাত যাতে পরিচ্ছন্ন থাকে, সে দিকে নজর দেওয়া দরকার। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারও জরুরি। তবে যে কোনও জায়গায় হাত দেওয়ার আগে সচেতন থাকলে সবচেয়ে ভালো। যদি হাত দিয়েও ফেলেন, অবশ্যই সাবান দিয়ে পরিষ্কার করুন। সংক্রমিত ব্যক্তি যাতে 'আইসোলেশন'-এ থাকেন, সেটা নিশ্চিত করা দরকার। না হলে দ্রুত ছড়াতে পারে সংক্রমণ। 'আইসোলেশন' নিশ্চিত করতে প্রয়োজনে মাস্ক-ও পরতে পারেন। মনে রাখা দরকার, মাঙ্কি পক্স একটি ভাইরাল সংক্রমণ। ত্বকে rash থেকে কাঁপুনি দিয়ে জ্বর-সহ একাধিক উপসর্গ দেখা দিতে পারে এতে। আতঙ্ক নয়, সতর্কতাই মাঙ্কি পক্স প্রতিরোধে বড় হাতিয়ার। বলছেন বিশেষজ্ঞরা।