ফোনের ক্ষেত্রে জিপ লক পাউচে ডিভাইস রাখলে, তার মধ্যে জল ঢুকতে পারবে না। ইয়ারবাডস বৃষ্টির মধ্যে ব্যবহার না করাই ভাল। একান্তই করতে হলে ওয়াটার প্রুফ ডিভাইস ব্যবহার করুন। বর্ষাকালে বাড়ি থেকে বেরোনোর আগেই ল্যাপটপ ঢুকিয়ে নিন ওয়াটার প্রুফ পাউচে। তারপর ব্যাগে ভরুন। সেখানে রাখুন সিলিকা জেল পাউচ। স্মার্টওয়াচের ক্ষেত্রে ওয়াটার প্রুফ ডিভাইস পাওয়া যায়। নাহলে ওয়াটার প্রুফ কেস ব্যবহার করতে পারেন। ফোনের ক্ষেত্রেও ওয়াটার প্রুফ কভার ব্যবহার করা প্রয়োজন। ইয়ারফোনও রাখতে হবে জিপ লক পাউচের মধ্যে। বর্ষার মরশুমে ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেওয়ার ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকুন। কখনই ভেজা ফোন চার্জে বসাবেন না। ভেজা দেওয়ালের পাশের প্লাগ পয়েন্টও ব্যবহার না করাই ভাল। কোনওভাবে ফোন ভিজে গেলে তা আগে ভালভাবে শুকিয়ে নিতে হবে। তারপর ব্যবহার করবেন। সবচেয়ে বেশি যেহেতু স্মার্টফোনই ব্যবহার হয় তাই এই ডিভাইস সুরক্ষিত রাখার প্রতি বেশি নজর দিন। যদি ট্যাব নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরোন, তাহলে সেটাও জিপ লক পাউচের মধ্যেই রাখা দরকার।