পরিবার ও সঙ্গীদের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ এই বছর ক্যাটরিনার জন্মদিন কেটেছে মলদ্বীপের নীল সমুদ্রের বুকেই সোশ্যাল মিডিয়ায় দুধ সাদা পোশাকে ক্যাটরিনার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিকি। সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের একাধিক ছবি সামনে আনলেও ক্যাটরিনার জন্মদিন উদযাপনের ছবি এখনও প্রকাশ্যে আনেননি ভিকি বা ক্যাট কেউই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। সেখানে অবশ্য দেখা গিয়েছে ক্যাটরিনার অনেক বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছায় ভিকি ক্যাটরিনার উদ্দেশে লিখেছিলেন, 'বার বার দিন ইয়ে আয়ে... বার বার দিল ইয়া গায়ে... হ্যাপি বার্থ ডে মাই লভ'। গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। সম্পর্ক কিংবা বিয়ে, কোনও প্রসঙ্গেই আগে মুখ না খুললেও, বিয়ে মিটতেই সোশ্যাল মিডিয়ায় শুভ মুহূর্তের নানা ছবি পোস্ট করেন