পুজোয় মেক আপ করা যতটা জরুরি, ততটা জরুরি ভাল করে মেক আপ তোলাও। যখনই ঠাকুর দেখে বাড়ি ফিরুন না কেন, মেক আপ তুলেই শুতে যান। খসখসে কাপড়ে নয়, মেক আপ তোলার ওয়াইপ ব্যবহার করুন। মেক আপ তুলতে ব্যবহার করতে হবে micellar water মেক আপ তুলতে তেলের ব্যবহার করবেন না। তেল অনেক সময় রোমকূপে জমা হয়ে যায়। মেক আপ তোলার নির্দিষ্ট ওয়াইপ পাওয়া যায়, বেবি ওয়াইপ ব্যবহার করবেন না। ঠোঁঠ ও চোখের পাতার মেক-আপ অতি যত্নে তুলবেন। যাতে তা থেকে গিয়ে ত্বকের ব়্যাশ না বের হয়। micellar water এ তুলো ভিজিয়ে ত্বক পরিষ্কার করুন। প্রয়োজনে মেক আপ তোলার পর ফেসিয়াল স্টিম নিন খুব উপকারী।