পুজোর বাকি মাত্র কয়েকটা দিন। এখনও দূর হয়নি ট্যান!

কীভাবে ট্যান দূর করবেন?

দু চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ হলুদ মিশিয়ে মাখলে দূর হতে পারে ট্যান।

লেবুর রসের সঙ্গে মধু বা চিনি মিশিয়ে স্ক্রাব করা যেতে পারে।

এক বাটি শসার সঙ্গে গোলাপ জল এবং দইয়ের পেস্ট তৈরি করে মাখা যায়।

অ্যালোভেরা পাতা থেকে নির্যাস বের করে, সারা রাত তা লাগিয়ে রেখে সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।

টম্যাটো পেস্টের সঙ্গে এক চামচ দই এবং চা মিশিয়ে মাখতে পারেন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

আমন্ড সারা রাত ভিজিয়ে,দুধ বা গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করে সারা রাত মেখে পরের দিন ধুয়ে ফেলুন।

আলু এবং লেবুর রসের পেস্ট তৈরি করে, ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।