চুল এবং ত্বকের নানা সমস্যা দূর করতে নিম ব্যবহার করা হয়ে থাকে। নিম গাছের ডাল, পাতা থেকে ফলে রয়েছে নানা গুণ। চুলের পরিচর্চায় ব্যবহার করা যায় নিম তেল। বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই তেল। নিম পাতা ধুয়ে পেস্ট করতে হবে ডাবল বয়লিং পদ্ধতিতে ভাল করে ফোটাতে হবে। মিনিট পাঁচেক ফোটার পর দেখতে হবে, ওই পেস্টের রং পরিবর্তন হয়েছে কি না ওই পেস্ট ছেঁকে নিতে হবে। সপ্তাহে দুদিন এই তেল ব্যবহার করা যায়। তবে অনেকের নিম তেলের ফলে স্ক্যাল্পের সমস্যা দেখা দিতে পারে