আপনার পাসপোর্টের মেয়াদ কি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে ? সমস্যা ছাড়াই পুনর্নবীকরণ করতে কিছু নথি দিতে হবে আপনাকে।
পরবর্তীকালে পাসপোর্ট নবায়ন করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে।
সেই ক্ষেত্রে কিছু পদ্ধতি মেনে চললেই সহজেই পাসপোর্ট নবায়ন সম্ভব হবে।
কী উপায়ে হবে রিনিউয়াল ? পাসপোর্টের রিনিউয়াল করতে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
এবার আপনার কাছের পাসপোর্ট অফিস বেছে নিন। রেজিস্ট্রেশনের জন্য সঠিক প্রাথমিক বিবরণ দিয়ে পরবর্তী ধাপে একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।
এবার আপনি রেজিস্টার্ড ই-মেইল আইডিতে একটি কনফারমেশন ইমেল পাবেন।রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠানো লিঙ্কটিতে ট্যাপ করলেই অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।
শেষে পাসপোর্ট অ্যাকাউন্টে লগ ইন করার পরে ‘Apply for Fresh Passport/ Reissue of Passport’ নির্বাচন করুন।