ঘর থেকে বেরোনোর সময় লাইট, পাখা সব বন্ধ করে তবেই বেরোন। অহেতুক সব চালিয়ে চলে যাবেন না।

বাড়ির ইলেক্ট্রিক কাজের সময় খেয়াল রাখুন কী ধরনের তার ব্যবহার হচ্ছে। ইলেক্ট্রিশিয়ানদের ভাল তার ব্যবহার করতে বলুন।

ইলেক্ট্রনিক কোনও জিনিস কেনার সময়ে দেখে কিনুন। অবশ্যই ৫ স্টার্ক মার্ক দেওয়া হলে তাতে বিল কম আসে।

সোলার সিস্টেম ব্যবহারের সুবিধা থাকলে কাজে লাগান।

কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত লাইট, পাখার স্যুইচ বন্ধ করে দিন।

এসি এবং পাখা একসঙ্গে চালাবেন না। পাশাপাশি এসির সঠিক ব্যবহারে বিদ্যুতের বিলের সাশ্রয় হতে পারে।

অযথা পাখা চালিয়ে ঘর থেকে চলে যাবেন না। পাখা অবশ্যই বন্ধ করুন

স্ট্যান্ড ফ্যানে বিল অনেক বেশি আসে। পারলে এড়িয়ে চলুন এই ধরনের ফ্যান

ইলেক্ট্রিকের কানেকশন যদি পুরনো হয় সেক্ষেত্রে চেষ্টা করুন নতুন করে মিটার বসাতে।

প্রতিমাসে বিদ্যুতের অডিট করুন। বিলে খেয়াল রাখুন কত ইউনিটে কত খরচ হচ্ছে। প্রয়োজনে আপনার এলাকার ইলেক্ট্রিক সংস্থার সঙ্গে যোগাযোগ করুন

Thanks for Reading. UP NEXT

YouTube থেকে উধাও লক্ষ লক্ষ ভিডিও! কেন?

View next story