সুস্থ শরীর, সুন্দর ত্বক পেতে বাদ যায় না কোনও টোটকাই ঘরোয়া টোটকা থেকে ওষুধ, সবকিছুই পরখ করে দেখি কিন্তু হাতের কাছেই রয়েছে সহজ সমাধান আপেল, বিট এবং গাজর নিন, পিষে নিয়ে তৈরি করুন রসের মিশ্রণ রোজকার ডায়েটে রাখুন, ফল পাবেন হাতে নাতে ভিটামিন এ, সি, ই, বি১, বি২, বি৬, জিঙ্ক, আয়রন, কপারও যায় শরীরে ক্যারোটিন, ফাইবার, অ্যান্টি অক্সিড্যান্ট, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেটও মেলে এই পানীয় নিয়মিত পান করলে বার্ধক্য ছুঁতে পারবে না শরীর থেকে বিষাক্ত উপাদান বেরিয়ে যায়, লিভার, কিডনি এবং হৃদরোগের ঝুঁকি কমে দৃষ্টিশক্তি বাড়ে, স্মৃতি প্রখর হয়, আবার চুলও মজবুত করে মিরাকল ড্রিঙ্ক