ফোন চুরি হলে কিংবা হারিয়ে গেলে প্রথমেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কয়েকটা জিনিস সবার আগে করে ফেলতে হবে। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সবার আগে এফআইআর দায়ের করা দরকার। আপনার ফোন অন্য কারও হাতে পড়লে অপব্যবহার হতে পারে ডিভাইসের। তাই ফোন হারালে বা চুরি হলে ফোন ব্লক করে দেওয়া প্রয়োজন। ফোন ব্লক করে দিলে আপনার ডিভাইস সুরক্ষিত থাকবে, ডেটা নিয়ে অপব্যবহার হবে না। অ্যান্ড্রয়েড ফোন চুরি হলে গুগলের মাধ্যমে ডেটা মুছে ফেলার অপশন পাবেন ইউজাররা। আইফোন ব্যবহারকারীরাও অ্যাঅএল আইডি, পাসওয়ার্ডের সাহায্যে ফোনের ডেটা ডিলিট করতে পারবেন। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সিমকার্ড ডিঅ্যাকটিভ করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাপের পাসওয়ার্ড বদলে দিতে হবে ফোন চুরি হয়ে গেলে।