দ্বিতীয়বারের প্রচেষ্টায় স্বপ্নপূরণ। পরীক্ষা শক্ত, দীর্ঘ-প্রস্তুতি সাপেক্ষ। প্রথমবারের চেষ্টাতেই প্রিলিমিনারিতে সফল হন অনুপমা।

অনুপমার পরামর্শ, এই প্রস্তুতি পরীক্ষার্থীর আবেগ-বুদ্ধির, ধৈর্যের পরীক্ষাও। তাই সবসময় মোটিভেটেড থাকতে হবে।

পরীক্ষার তিনমাস আগে প্রিলিমিনারির প্রস্তুতিকেই ফোকাস করেছিলেন অনুপমা। চল্লিশ থেকে পঞ্চাশটা মক টেস্ট দিয়েছেন, চলেছে রিভিজ়নও

২০১৮ সালে UPSC উত্তীর্ণ হন অনুপমা অঞ্জলি। মোটিভেটেড হওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

যত বেশি সম্ভব মক টেস্ট দিতে পরীক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন অনুপমা অনুপমার পরামর্শ, পরীক্ষা প্রস্তুতির সময় নেতিবাচক ভাবনা মাথা থেকে বের করতে হবে

পরীক্ষার্থীদের প্রতি অনুপমা বলছেন, নিজেকে নিজের মোটিভেটর হিসেবে উঠে আসতে হবে নিজের প্রয়োজন বুঝে, স্টাডি সার্কল বুঝে প্রয়োজনীয় ব্রেক নিতে হবে।

প্রয়োজনে মেডিটেশন করা যেতে পারে। ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে নিশ্চিত করতে হবে, সকালটা যেন শুরু হয় পজিটিভ এনার্জি দিয়ে।

কথা বলতে হবে নিজের সঙ্গে। বলতে হবে- সারাদিনে কতটা এগোতে হবে নিজের কাজে। ফোটো সৌজন্য - X @anjali_anupama