দেশের অন্যতম কঠিন আইএএস অফিসারের চাকরি পেয়েও হেলায় সেই চাকরি ছেড়ে রোমান সাইনি নিজের কোম্পানি গড়ে তুলতে শুরু করেন ।
Image Source- রোমান সাইনির ইনস্টাগ্রাম


আইএএস হওয়ার আগে ভারতের অন্যতম জনপ্রিয় চিকিৎসা প্রতিষ্ঠান AIIMS-এও সুযোগ পেয়েছিলেন তিনি।



রোমান সাইনির বাবা ছিলেন রাজস্থানের একজন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন গৃহকর্ত্রী। তাঁর দিদি আয়ুষি সাইনি মেডিকেল ছাত্রী ছিলেন আর দাদা আবেশ সাইনি ছিলেন একজন প্রতিষ্ঠিত শিশুরোগ বিশেষজ্ঞ।



মাত্র ১৬ বছর বয়সে AIIMS পরীক্ষায় উত্তীর্ণ হন রোমান, শুরু হয় এমবিবিএস পড়া।



ডাক্তারি পাশ করে মাত্র ছয় মাসের জন্য ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসা করেছিলেন রোমান সাইনি।



নতুন লক্ষ্যের পথে যাত্রা শুরু হয় আবার। মাত্র ২২ বছর বয়সেই দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি উত্তীর্ণ হয়ে সফল আইএএস হন রোমান।



মধ্যপ্রদেশের একজন ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে বেশ কিছুদিন চাকরি করেন তিনি। কিন্তু সেই চাকরিও বেশিদিন করেননি রোমান।



কালেক্টরের চাকরি ছেড়ে বন্ধু গৌরব মুঞ্জলের সঙ্গে একত্রে একটি ওয়েবসাইট চালানোর কাজ শুরু করেন যার নাম দেন 'আন অ্যাকাডেমি'।



লক্ষ লক্ষ টাকা দিয়ে কোচিং নেওয়ার বদলে সামান্য কিছু টাকার বিনিময়ে উৎসাহীদের পড়িয়ে তাদের ইউপিএসসির পথে এগিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল রোমানের।



২০২২ সালের সমীক্ষা অনুযায়ী রোমান সাইনির 'আনঅ্যাকাডেমি' কোম্পানির মূল্য ২৬ হাজার কোটি টাকা।