Image Source: আলি ফজলের ইনস্টাগ্রাম, রিচ্চা চাড্ডার ইনস্টাগ্রাম

আর মাত্র একটা মাস। তার পরেই বিয়ে সারছেন রিচা চাড্ডা ও আলি ফৈজল।

কয়েক দিন আগে ট্যুইটারে এই নিয়ে পোস্টও দিয়েছিলেন রিচা।

লিখেছিলেন, 'নতুন জীবন...আসছে...অক্টোবরের জন্য আর তর সইছে না।'

কেমন চলছে বিয়ের প্রস্তুতি? ডেস্টিনেশন ওয়েডিং নাকি অন্য কোনও প্ল্যানিং?

এখনও পর্যন্ত যা খবর, তাতে দিল্লি ও মুম্বই, দুজায়গাতেই বিয়ের অনুষ্ঠান হবে।

বিয়ের পর, অক্টোবরের মাঝামাঝি একটি বিশেষ পার্টি হওয়ার কথা দিল্লিতে।

২০২০ সালেই বিয়ে করার কথা ছিল রিচা ও আলির।

কিন্তু কোভিড ও লকডাউনের জন্য তা পিছিয়ে যায়।

২০১৫ সাল থেকে দুই তারকা 'ডেট' করছেন বলে টিনসেল টাউনে গুঞ্জন।

২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে মেনে নেন রিচা ও আলি। এবার বিয়ে।