বেশ কিছু আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। কোন কোন আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে দেখে নিন। আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট যুক্ত আইফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে। ২৪ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। আইফোন ৫ এবং আইফোন ৫সি- এই দুই মডেলে রয়েছে আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট। অর্থাৎ এই দুই আইফোনে ২৪ অক্টোবর থেকে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আইফোন ৫এস মডেলেও আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট রয়েছে। তবে এই আইফোন আপডেট করার সুযোগ পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। আইওএস ১২ এবং আরও নতুন ভার্সানের আইফোনে সাবলীল ভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।