একুশ শতকের দৈনন্দিন জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। হাতে একটা স্মার্টফোন থাকার অর্থ কার্যত গোটা দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলা। অনেকেই স্মার্টফোনে চ্যাট করতে বেশি পছন্দ করেন। অর্থাৎ ফোনের বদলে মেসেজ তাঁদের বেশি পছন্দ। তাহলে অ্যান্ড্রয়েডের জন্য কিছু ফ্রি মেসেজিং অ্যাপ দেখে নিন। অ্যান্ড্রয়েডের ফ্রি মেসেজিং অ্যাপের তালিকায় জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেজ, অডিও, ভিডিও, ছবি, এমনকি টাকাও পাঠানো যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। টেলিগ্রাম অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনের জন্য আর একটি ফ্রি মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপের সঙ্গে টেলিগ্রাম অ্যাপের লড়াই কিন্তু বেশ ভালভাবেই চলে সবসময়। অ্যান্ড্রয়েড ফোনে ফ্রি মেসেজিং অ্যাপ হিসেবে রাখতে পারেন সিগন্যাল অ্যাপ। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সিগন্যাল অ্যাপও কিন্তু ভারতে বেশ জনপ্রিয়।