Image Source: Pexels

LG MoodUp ফ্রিজ- এই স্মার্ট রেফ্রিজারেটর লঞ্চ করেছে এলজি কোম্পানি।

Image Source: Pexels

এই স্মার্ট রেফ্রিজারেটরে রয়েছে LED লাইটের প্যানেল এবং ব্লুটুথ স্পিকার।

Image Source: Pexels

এই স্মার্ট ফ্রিজের সামনের অংশে রয়েছে এলইডি লাইটের প্যানেল।

Image Source: Pexels

জানা গিয়েছে এলজি সংস্থার নতুন রেফ্রিজারেটরের দরজায় রয়েছে বিভিন্ন RGB প্যানেল।

Image Source: Pexels

উপরের দরজার ক্ষেত্রে ২২টি এবং নীচের দরজার ক্ষেত্রে ১৯টি রঙ বেছে নিতে পারবেন ইউজাররা। থাকছে কাস্টোমাইজেশনের সুবিধাও।

Image Source: Pexels

LG MoodUP ফ্রিজে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার। স্মার্টফোনের সঙ্গে এই ব্লুটুথ স্পিকার যুক্ত করে গান চালানো সম্ভব।

Image Source: Pexels

গানের সঙ্গে সঙ্গে এলইডি প্যানেলের রঙ পরিবর্তন হতে দেখা যাবে।

Image Source: Pexels

আপাতত আমেরিকায় লঞ্চ হয়েছে এই স্মার্ট ফ্রিজ। ভারতে আদৌ লঞ্চ হবে কিনা তা জানা যায়নি।

Image Source: Pexels

এই স্পিকারের সঙ্গে স্মার্টফোন বা ট্যাব এবং ল্যাপটপ সংযুক্ত করে গান চালানো যাবে।

Image Source: Pexels

অত্যাধুনিক এই রেফ্রিজারেটরে ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি একটি on-device AI chip রয়েছে।

Thanks for Reading. UP NEXT

আপনার ফোন হ্যাক হলে কীভাবে বুঝবেন ?

View next story