কলেজ-ইউনিভার্সিটি হোক বা কর্মক্ষেত্র, পৌঁছনোর তাড়া থাকে প্রায় সকলেরই। কিন্তু সামান্য মেক আপ না করলে দিনটাই যেন জমে না। দ্রুত মেক-আপের জন্য ত্বকে প্রথমে ভাল করে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ডার্ক সার্কেল বা কোনও দাগ-ছোপ থাকলে, ময়শ্চারাইজারের পর কনসিলার ব্যবহার করা দরকার। হালকা কোনও ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাতে হবে এর পর। ভুরুর দিকে নজর না দিলে মেক-আপ অসম্পূর্ণ থেকে যায়। তাই eye brows pencil ব্যবহার করে সেটিকেও সাজান। এবার Mascara ব্যবহারের পালা। আপনার চোখের পাতার ঘনত্ব বুঝে Mascara-র স্ট্রোক দিতে হবে। Cheek Bone-এ স্কিনটোনের সঙ্গে মানানসই ব্লাশ ব্যবহার করতে পারেন। সবশেষ থাকবে 'লিপ কালার'। অনেকে আজকাল Tinted Lip Balm-ও ব্যবহার করা পছন্দ করেন। মেক-আপ শেষের পর Setting Spray ব্যবহার জরুরি। এতে মেক-আপ দীর্ঘস্থায়ী হয়।