Image Source: PIXABAY

ব্যথা কমানো থেকে খাবার টাটকা রাখা, নানা কাজে বরফের ব্যবহার।

কিন্তু ত্বকের পরিচর্যায়ও যে এটি দারুণ কাজ দিতে পারে তা কি জানেন?

যেমন ব্রণ-র সমস্যা কমাতে দারুণ কার্যকরী বরফ।

ত্বকে কিছু ক্ষণ বরফ ব্যবহার করলে স্কিন-পোরস সঙ্কুচিত হয়ে আসে, অতিরিক্ত তেল নিঃসরণ কমে। ফল? ব্রণ-র সমস্যা নিয়ন্ত্রণ।

একই ভাবে কমতে পারে পিম্পল এবং ব্ল্যাকহেডসের সমস্যাও।

সানবার্নের কারণে ত্বকে লালচে ভাব এসে থাকলে বরফ সেটি কমাতেও দারুণ উপকারী।

প্রদাহ নিয়ন্ত্রণে আনতেও কাজে দেয় এটি।

'কোল্ড ট্রিটমেন্ট' রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বকের টক্সিন বেরিয়ে গিয়ে স্কিনের গ্লো বাড়ে।

বরফ ব্যবহারের আরও একটি উপকারিতা হল এর ফলে মেক আপ ত্বকের গভীরে ঢুকতে পারে না।

বরফ ব্যবহার করলে স্কিন-পোরস ছোট হয়ে আসে। ফলে মেক আপ ত্বকের গভীরে ঢোকা কঠিন হয়ে দাঁড়ায়।