Image Source: PIXABAY

কম-বেশি আমাদের অনেকেরই চুলের পরিচর্যায় বেশ কিছুটা সময় খরচ হয়ে যায় প্রতি দিন। কিন্তু বহু ক্ষেত্রে সমস্যা কমে না।

চুলের কিছু সমস্যা সমাধানে কার্যকরী হতে পারে ডিম, দীর্ঘদিন ধরে এমনই ধারণা বিশেষজ্ঞদের।

ডিমের মধ্য়ে যে ভিটামিন রয়েছে, তা চুলের আর্দ্রতা ফেরাতে সাহায্য় করে।

শুধু বাড়বৃদ্ধি নয়, চুলের গোড়া শক্তিশালী করতেও ডিমের প্রোটিনের জরুরি ভূমিকা রয়েছে।

অনেকের চুলই ভীষণ এলোমেলো, শত যত্নেও যেন আয়ত্তে আসতে চায় না।

ডিম ব্যবহার করলে এই সমস্যাও নিয়ন্ত্রণে আসতে পারে।

এই সমস্যার নাম Frizz। ডিমের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন রয়েছে, সেগুলিই Frizz কমানোর নেপথ্য় নায়ক।

ডিমের কুসুম অংশটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য় করে। ফল? চুলের বাড়বৃদ্ধি।

পাশাপাশি, স্ক্যাল্পের আর্দ্রতাও বজায় রাখতে এই ডিসের কুসুমের প্রয়োজনীয় ভূমিকা রয়েছে।

তবে সব উপকরণ সকলের জন্য সমান ভাবে কাজ নাও করতে পারে। তাই ফল না পেলে অবশ্য়ই বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি।