কেউ স্বভাবগম্ভীর, কেউ বা আবার বন্ধুর মতো। সন্তানের কাছেই বাবা মানে অনন্য।

আজ, ১৮ জুন, ওয়ার্ল্ড ফাদার্স ডে। বিশ্বজুড়ে সকল বাবাদের উদযাপনের দিন।

কোথা থেকে শুরু হল এই উদযাপনের ভাবনা?

শতক আগে উইলিয়াম স্মার্ট নামে মার্কিন গৃহযুদ্ধের এক 'নায়ক'-র স্মৃতিতে তাঁর জন্মদিনটিতেই 'ফাদার্স ডে' স্বীকৃতি চেয়েছিলেন মেয়ে সোনোরা স্মার্ট ডড।

ছয় সন্তানকে একা হাতে বড় করে তুলেছিলেন উইলিয়াম স্মার্ট।

সেই উদ্য়োগকে কুর্নিশ জানাতেই তাঁর জন্মদিনটিকে 'ফাদার্স ডে' হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন মেয়ে।

কিন্তু এই মর্মে চার্চ ও পাদ্রীর কাছে আবেদন জানালে তা প্রথম দফায় খারিজ হয়ে যায়।

অবশেষে, ১৯১০ সালে ঠিক হয়, জুন মাসের তৃতীয় রবিবার 'ফাদার্স ডে' হিসেবে উদযাপন করা হবে।।

এর জন্য অবশ্য বিস্তর আন্দোলন করতে হয় সোনোরা স্মার্ট ডড-কে। এগিয়ে আসেন স্থানীয় গির্জার সদস্যরাও।

ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় হয়ে ওঠে ফাদার্স ডে।