Image Source: ANI, PTI

ইন্ডিয়া গেটে নেতাজির এই মূর্তি উন্মোচন ঘিরেই তোড়জোড় চলছিল এত দিন।

এদিন সেই মূর্তি উন্মোচনের পাশাপাশি রাজপথের নাম বদল অনুষ্ঠানেও পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী।

রাজপথ আজ থেকে কর্তব্য পথ, জানালেন প্রধানমন্ত্রী।

ইন্ডিয়া গেটের পূর্ব দিকের স্তম্ভে গত ২৩ জানুয়ারিই নেতাজির একটি হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়।

সেই মূর্তির জায়গায় বিশেষ পাথরের তৈরি মূর্তি উন্মোচন হল এদিন।

৬৫ মেট্রিক টন ওজনের মূর্তিটি উচ্চতায় প্রায় ২৮ ফুট।

রাজপথের নাম বদল নিয়ে এর মধ্যেই বিস্তর বিতর্ক হয়েছে।

নেতাজির মূর্তি উন্মোচন অনুষ্ঠান ঘিরেও এদিন সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, অনুষ্ঠানে সঠিক ভাবে নিমন্ত্রণ করা হয়নি রাজ্য়কে।

বিতর্কের মধ্যেই উন্মোচিত হল নেতাজি মূর্তি। বদলাল রাজপথের নামও।