Image Source: PTI

টানা তিন দিন বৃষ্টিতে জলমগ্ন দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা। শুক্রবার সন্ধ্যায় এরকমই ছবি ছিল ইন্ডিয়া গেটের।

বৃষ্টির তোড়ে বানভাসি দিল্লি গুরুগ্রাম এক্সপ্রেসওয়ে। তাতে আটকা পড়ে যায় একটি গাড়ি।

রাস্তা নাকি পুকুর, বোঝা কঠিন। দিনভর এরকমই ছবি সাক্ষী থাকে দিল্লি-এনসিআর অঞ্চল।

হঠাতই গুরুগ্রামের একটি রাস্তায় ধস নামে।

উইকএন্ডের আগে ইন্ডিয়া গেটের সামনে ছবিটা ছিল এরকমই।

দিল্লিতে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ চব্বিশ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে, তা গোটা সেপ্টেম্বরের নিরিখে অর্ধেক।

সন্ধেতেও সেই বৃষ্টির ছবিটা খুব বেশি হেরফের হয়নি।

এনসিআর অঞ্চলে তীব্র যানজট শুরু হয়ে যায় বর্ষণের জেরে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিল্লিতে ফের মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।

সেই মর্মে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।