Image Source: Pexels

শশার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করতে পারেন একটি ফেস মাস্ক।

Image Source: Pexels

এই ফেস মাস্ক মুখে লাগালে ঠান্ডা অনুভূত হবে। মিনিট ১০-১৫ লাগিয়ে রাখলেই উপকার পাবেন।

Image Source: Pexels

গরমকালে ত্বকের ক্ষেত্রে মূল সমস্যা দেখা দেয় ট্যানের। কীভাবে মেটাবেন ট্যানের কালচে ছোপ?

Image Source: Pexels

ট্যান তোলার সবচেয়ে ভাল উপকরণ হল টক দই। সঙ্গে মিশিয়ে নিতে পারেন অল্প মধু।

Image Source: Pexels

ট্যান রিমুভার হিসেবে খুব ভালভাবে কাজ করে টোম্যাটোর রস।

Image Source: Pexels

টোম্যাটোর রসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য চিনি আর লেবুর রস।

Image Source: Pexels

মধু আর চিনি মিশিয়ে যে স্ক্রাব তৈরি হয়ে তা ত্বকে ঠান্ডা অনুভূতি দূর করে।

Image Source: Pexels

মধুর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে ম্যাসাজ করলে র‍্যাশ, জ্বালাভাব দূর হয় নিমেষে।

Image Source: Pexels

মিন্ট বা পুদিনা পাতার পেস্ট অর্থাৎ বেটে নিলে সেই মিশ্রণ ফেস মাস্ক হিসেবে ব্যবহার করা যায়।

Image Source: Pexels

দই বা ইয়োগার্টের সঙ্গে এই পুদিনা পাতা বাটা মিশিয়ে নিলে খুব ভাল কুলিং ফেস মাস্ক তৈরি হয়।