Image Source: Pexels, Pixabay

দুপুরে বেশি খাওয়া হয়ে গিয়েছে। হজম নিয়ে অস্বস্তি হচ্ছে। অথবা সন্ধেয় একটু বেশি ভারী খাবার পেটে পড়েছে।

Image Source: Pexels, Pixabay

এমন অবস্থায় অনেকেই রাতের খাবার এড়িয়ে যান। জেগে থাকলেও রাতে কোনও ভারী খাবার খান না অনেকে। সেটা কি আদৌও ভাল?

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ডিনার এড়িয়ে যাওয়া ততটাও ক্ষতিকর নয়। সারা রাত খালিপেটে থাকা যায়। কিন্তু সকালের জলখাবার এড়ানো যাবে না।

Image Source: Pexels, Pixabay

সকালের ব্রেকফাস্ট সময়ের মধ্যে না করলে হজমের ভয়াবহ সমস্যা হতে পারে। রক্তে শর্করার মাত্রারও হঠাৎ হেরফের হতে পারে।

Image Source: Pexels, Pixabay

আগে আগে রাতের খাবার খেয়ে নেওয়াই সবচেয়ে ভাল। সন্ধের ঠিক পরে ভারী খাবার খেয়ে নিয়ে তারপর না খেয়ে থাকা যায়।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, Early Dinner বা রাতের আগেই খেয়ে নেওয়ার অভ্যাস থাকলে তা হজমশক্তিকে ভাল রাখে।

Image Source: Pexels, Pixabay

যদিও সবার জন্য এক নিয়ম নয়। কেউ কেউ সন্ধেয় শরীরচর্চা করেন। তাঁর জন্য কিন্তু রাতে ভারী খাবার এড়ানো ভাল নয়।

Image Source: Pexels, Pixabay

খালি পেটে ব্যায়াম বা সাঁতারের সময় পেশিতে চোট লাগার ঝুঁকি বেড়ে যায়। ফলে এর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Image Source: Pexels, Pixabay

সবার জন্য দীর্ঘক্ষণ ধরে উপোস করে থাকার অভ্যাস ভাল নয়। একাধিক শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তারপরে এমন লাইফস্টাইল বেছে নিতে হয়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।