Image Source: PIXABAY

সোরিয়াসিস (Severe)-র সঙ্গে হৃৎপিণ্ডের অসুখের সুনির্দিষ্ট সম্পর্কের হদিস মিলল নতুন গবেষণায়।

গবেষণার ফল বলছে, যাঁদের Psoriasis-র তীব্রতা বেশি, তাঁদের ক্ষেত্রে 'করোনারি মাইক্রোভাস্কুলার ডিসফাংশন'-র আশঙ্কাও বেশি।

'জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজি'-তে এই গবেষণাটি হালেই প্রকাশিত হয়েছে।

সোরিয়াসিস এক ধরনের ত্বকের অসুখ। বিশ্বের ১-৩ শতাংশ মানুষ এই অসুখে আক্রান্ত হয়ে থাকেন।

সোরিয়াসিস এবং হৃৎপিণ্ডের অসুখের মধ্যে সম্পর্কের প্রকৃতি ও প্রক্রিয়া নিয়ে খুব বিশদ গবেষণা হয়নি।

সেই দিকেই নতুন আলোকপাত করতে পারে এই গবেষণা, দাবি বিজ্ঞানীদের।

৫০৩ জন সোরিয়াসিস আক্রান্ত এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন।

'transthoracic Doppler echocardiography' দিয়ে তাঁদের করোনারি মাইক্রোসার্কুলেশন মাপা হয়।

গবেষণার ফল বলছে, Psoriasis-র তীব্রতা বেশি হলে 'করোনারি মাইক্রোভাস্কুলার ডিসফাংশন'-র আশঙ্কাও বেশি।

তবে এই গবেষণা একেবারে প্রাথমিক স্তরেই রয়েছে বলে মনে করেন গবেষকমহলের একাংশ।