Image Source: PIXABAY

'অ্যালঝাইমার্স', রোগটির নিয়ে বিশদ জানা না থাকলেও নামটি হয়তো কম-বেশি অনেকের জানা।

প্রতি বছর, ২১ সেপ্টেম্বর 'ওয়ার্ল্ড অ্যালাঝাইমার্স ডে' উদযাপিত হয় গোটা বিশ্বে।

ডাক্তারি পরিভাষায় বললে, 'অ্যালঝাইমার্স' এক ধরনের প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার।

একাধিক গবেষণা বলছে, পুরুষদের তুলনায় মহিলাদের অ্যালঝাইমার্সে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

কারণ হিসেবে apolipoprotein E জিনের কথা বলেন অনেকে।পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই জিনের একটি নির্দিষ্ট অ্যালেল থাকার হার বেশি।

সেরিব্রাল ব্লাড ফ্লো এবং অ্যামিলয়েড প্লাক সংক্রান্ত ফারাকও এই তারতম্যের একটি কারণ, মত অনেকের।

অ্যালজাইমার্স আটকাতে ইস্ট্রোজেনের একটা বড় ভূমিকা থাকে বলে ধারণা ডাক্তারদের।

মেনোপজ বা ঋতুবন্ধের পর ইস্ট্রোজেনের মাত্রা মহিলাদের দেহে কমে যায়। ফলে অ্যালঝাইমার্সের আশঙ্কা বাড়তে পারে।

তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই আশঙ্কা ঠিক কত গুণ বেশি, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

কোনও একটি কারণেই যে এটি দেখা দেবে, তাও নয়। ফলে সমস্যা হলে ডাক্তারের কাছে যান।