বর্ষাকালে খুশকি এড়াতে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চুলের যত্ন নেবেন দেখে নিন। আপনার স্ক্যাল্প খুব শুষ্ক হয়ে গেলে, বা অতিরিক্ত তৈলাক্ত হলে খুশকির সমস্যা দেখা দেয়। সবার আগে যেটা প্রয়োজন তা হল চুল পরিষ্কার রাখা। অতএব নির্দিষ্ট সময়ান্তরে চুলে শ্যাম্পু করা মাস্ট। খুশকি হলে মাথায় চুলকানির সমস্যা দেখা দেয়। বেকিং সোডা অ্যান্টিফাঙ্গাল উপকরণ। স্ক্যাল্পের ডেড সেল তুলে ফেলতে সাহায্য করে। কমে খুশকির সমস্যা। শ্যাম্পুর মধ্যে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে নিলেও কমে যায় খুশকির প্রকোপ। খুশকি দূর করতে অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। যেকোনও ফাঙ্গাল ইনফেকশন কমাতে এই অ্যালোভেরা সাহায্য করে। রসুনের গন্ধ খুব বিরক্তির কারণ হলেও চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। কাঁচা রসুন আর লবঙ্গ জলে মিশিয়ে তা দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। নিম পাতা ভেজানো জল বা নিম শ্যাম্পুও খুশকির সমস্যা দূর করতে কাজে লাগে। খুশকির সমস্যা থাকলে মাথায় তেল না লাগানোই ভাল। স্ক্যাল্প চিটচিটে হয়ে থাকলে খুশকির প্রবণতা বাড়ে। আমলকির রস যদি চুলে লাগাতে পারেন তাহলেও খুব তাড়াতাড়ি দূর হবে খুশকি।