বিশ্ব বাজারের আর্থিক উত্থান পতনেও কোনও পরিবর্তন দেখা গেল না সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে । টানা ৯বার সুদের হার অপরিবর্তিত রাখা হল।
অর্থ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হয়। সরকারি বন্ডের সঙ্গে সঙ্গতি রেখে সংশোধন করা হয় এই রেট।
পাঁচ বছরের টাইম ডিপোজিটে বছরে ৬.৭ শতাংশ রিটার্ন দেবে পোস্ট অফিস। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে বছরে ৫.৮ শতাংশ সুদ পেতে পারেন গ্রাহক।
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (NSC) ও কিষাণ বিকাশ পত্রে বর্তমানে যথাক্রমে ৬.৮ শতাংশ ও ৬.৯ শতাংশ বার্ষিক সুদের হার অফার করছে পোস্ট অফিস৷
পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে যথাক্রমে ৭.১ শতাংশ, ৭.৬ শতাংশ ও ৭.৪ শতাংশ বার্ষিক রিটার্ন পাওয়া যাচ্ছে।
মান্থলি ইনকাম অ্যাকাউন্টে বার্ষিক ৬.৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে পোস্ট অফিসে।
যদিও এবারও সেই পথে হাঁটেনি সরকার। এই নিয়ে বেশিরভাগ সরকারি স্কিমের সুদের হার এক রাখা হয়েছে।