Image Source: নিজস্ব চিত্র

ট্যুইটারে ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নতুন করে লঞ্চ হতে চলেছে।

Image Source: নিজস্ব চিত্র

ডিসেম্বরের ২ তারিখ লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

Image Source: নিজস্ব চিত্র

ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত।

Image Source: নিজস্ব চিত্র

ট্যুইটারে গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য।

Image Source: নিজস্ব চিত্র

ট্যুইটারে গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে।

Image Source: নিজস্ব চিত্র

আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন।

Image Source: Pexels

এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে।

Image Source: নিজস্ব চিত্র

এর আগে একবার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছিল। কদিন পরেই তা বন্ধ হয়ে যায়।

Image Source: Pexels

নতুন করে ২৯ নভেম্বর এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়।

Image Source: Pexels

অবশেষে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চের জন্য নতুন দিন ঘোষণা হয়েছে।