প্রয়োজনীয় তথ্য গোপন রাখতে চান ? ফটো, রিমাইন্ডার থেকে নথি পাঠাতে চান নিজেকেই !

সম্প্রতি ব্যবহারকারীদের এই নতুন ফিচার দিচ্ছে হোয়াটসঅ্যাপ। জেনে নিন, কীভাবে নিজেকে মেসেজ করতে পারবেন আপনি।

আগামী সপ্তাহেই এই নতুন ফিচার আনতে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে অ্য়ান্ড্রয়েড ও আইওএস-এ এই হোয়াটসঅ্য়াপের নতুন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ তথ্য যেমন- তারিখ, নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন এই 'মেসেজ ইওরসেলফ'ফিচারের মাধ্যমে।

১ প্রথমে হোয়াটস্যাপের সাম্প্রতিক সংস্করণ গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে নামিয়ে নিন।

২ এবার হোয়াটসঅ্যাপ খুলুন।
৩ তৃতীয় ধাপে নিচের ডানদিকের চ্যাট অপশন বটনে ক্লিক করুন।

৪ এখানে সবার ওপরে নিজের কনট্যাক্ট লিস্ট দেখতে পারবেন।
৫ শেষে নিজের নম্বরে গিয়ে মেসেজ পাঠাতে শুরু করুন।

এ ছাড়াও ব্যাবহারকারীরা ফাইল ম্যানেজার বা মোবাইলের গ্যালারি থেকে ফটো, ভিডিয়ো ছাড়াও অডিও ফাইল শেয়ার করতে পারবেন।

সেই ক্ষেত্রে শেয়ার বটনে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ ক্লিক করতে হবে। এরপর কনট্য়াক্ট লিস্টে গিয়ে কনট্যাক্ট কার্ডে ক্লিক করতে হবে।

Thanks for Reading. UP NEXT

ট্যুইটারে ফিরছে ব্লু-টিক সাবস্ক্রিপশন

View next story