বাড়িতে পোষ্য রয়েছে? নিশ্চয়ই চান সে সার্বিক ভাবে সুস্থ ও চনমনে থাকুক? সেক্ষেত্রে তার আদরযত্নের পাশাপাশি প্রশিক্ষণের দিকেও নজর দেওয়া জরুরি। এতে আপনার আদরের পোষ্যটি যে কোনও পরিস্থিতিতে ঠিকঠাক আচরণ করতে পারবে। প্রথমত, যদি কোনও খুদে সারমেয় থাকে তা হলে তার ৩-৪ বয়স হতেই প্রশিক্ষণ শুরু করতে হবে। এক্ষেত্রে পোষ্যের বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ। 'সেনসিটিভ পিরিয়ড'-এ তার প্রশিক্ষণ চালু করা জরুরি। সাধারণত ওই সময়েই খেলাধুলো, নতুন কিছু শেখার ব্যাপারে বেশি আগ্রহী থাকে খুদেরা। তার পরিচিতির গণ্ডি যেন শুধু হাতে গোনা কয়েক জনের মধ্যে আটকে না থাকে, সেদিকেও দেখা দরকার। অপরিচিত মানুষের সঙ্গেও আলাপ করান আপনার পোষ্যদের। এতে অচেনা, অজানা পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া তাদের পক্ষে সহজতর হবে। কখনও কোনও পোষ্যকে তার প্রশিক্ষণের সময় শাস্তি দেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।