Image Source: PIXABAY

রাত পোহালেই আন্তর্জাতিক রেডিও দিবস! গণমাধ্যমের অন্যতম বিশ্বস্ত অংশ।

খরচ সামান্য, কিন্তু গণমাধ্যম হিসেবে কার্যকারিতা অপরিসীম। বিশ্বজুড়ে তাই সমাদৃত রেডিও।

রেকর্ড অনুযায়ী, ১৮৯৫ সালে মার্কনি রেডিও তৈরি করেন।

২০১১ সালে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলি ১৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক রেডিও দিবস হিসেবে চিহ্নিত করেছিল।

অন্যতম প্রাচীন গণমাধ্যমকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেয় ইউনেস্কো।

২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা দিনটিকে 'ইন্টারন্যাশনাল ইভেন্ট'-র শিরোপা দেয়।

আমজনতার মধ্যে রেডিওর উপযোগিতা নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

খবর, শিক্ষামূলক তথ্য, বিনোদনের অন্যতম মাধ্য়ম হিসেবে বিশ্বের নানা প্রান্তে আজও সমাদৃত এটি।

হলিউডি ছবিতেও রেডিওর ভূমিকা বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

রেডিওপ্রেমি ও ফিল্মভক্ত মাত্রেই তাই 'Sleepless In Seattle' ছবিটির কথা ভুলতে পারেন না।

Thanks for Reading. UP NEXT

ওজন কমাবে ৫ অভ্যাস

View next story