Image Source: PIXABAY

মনের মানুষ খোঁজ পেতে 'ডেটিং' -র কৌশল অচেনা নয়।

তবে এই ডেটিং-র মধ্যেও এখনও অনেক রকমফের। তাই বুঝেশুনে এগোনো ভাল।

যেমন 'ড্রাই ডেটিং'। এখানে নিয়ম একটাই। দেখা করার সময় অ্যালকোহল ছোয়া যাবে না।

আবার ধরুন কর্মক্ষেত্রের অবস্থা খুব একটা ভালো নয়। তা বলে মনের মানুষের থেকে দূরে থাকা যায়?

পকেট বাঁচাতে তাই ইনফ্লা-ডেটিং-র ব্যবস্থাও রয়েছে।

এবার আসা যাক 'ব্রেড ক্রাম্বিং'-এ। শুনতে যেমনই লাগুক, এই ধরনের ডেটিংয়ে মনের কথাটি সরাসরি বলা নিয়ম নয়।

ছলে-বলে-কৌশল, ফ্লার্টভরা মেসেজ পাঠিয়ে ঠারেঠোরে মনের ভাব বোঝানোর নাম 'ব্রেড ক্রাম্বিং'।

'সিচুয়েশনশিপ'-র কথা শুনেছেন? সম্পর্কের প্রথমদিকে যখন প্রতিশ্রুতির কোনও পালা নেই, সেই সময়টাকে বলে 'সিচুয়েশনশিপ।'

তবে এসবের মধ্যেই আরও একটি ব্যবস্থা রয়েছে। যেমন, 'গোস্টিং'।

ধরা যাক, কেউ কোনও কারণ ছাড়াই হঠাৎ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলেন। এরই নাম 'গোস্টিং'।