Image Source: PIXABAY

ডেটিং? সপ্তাহভর তুমুল ব্যস্ততার মধ্যে এই শব্দটি অনেকের কাছেই বড় অচেনা।

কাজের দিনগুলি চোখের পলকে কেটে যায়। আর ছুটির দিন মানে বাড়ির কাজ।

এত ব্যস্ততার ফাঁকে ডেটিং, পছন্দের মানুষ খোঁজা ও তাঁর সঙ্গে কথা বলা?

প্রত্যেক দিনের তুমুল ব্যস্ততটাই যদি ডেটিং না করার একমাত্র করার হয়ে থাকে তা হলে, উপায় রয়েছে।

তবে সে জন্য কয়েকটি নির্দিষ্ট নিয়ম নিজের মনে মেনে চলা দরকার।

প্রথমত, এমন একটা শিডিউল তৈরি করা দরকার যেটির কিছুটা অন্তত নমনীয় হবে।

ডেটিং মানে আপনাকে সেখানেও কিছুটা সময় দিতে হবে। তাই শিউিউলের একাংশ একটু নমনীয় থাকা ভাল।

ট্রেকিং, সোলো ট্রিপ-জাতীয় অ্য়াকটিভিটির সময়ও কাছের মানুষটির সঙ্গে আলাপ হয়ে যেতে পারে।

এগুলির জন্যও সময় রাখুন সেই শিডিউলে।

ডেটিং নিয়ে আপনার ধারণা অন্য মানুষটিকে স্পষ্ট জানান। এতে একে অন্যকে বুঝতে সুবিধা হবে।