ফুল থেকে আসে ফল। যাতে বীজও থাকে। গাছের অন্যান্য খাদ্যযোগ্য অংশ হচ্ছে সবজি। যেমন-পাতা, মূল ও কাণ্ড

এমন কয়েকটি স্বাস্থ্যকর ফল রয়েছে যেগুলিকে সবজি হিসাবে গুলিয়ে ফেলা হয়

এই তালিকায় রয়েছে টোম্যাটো

টোম্যাটো একপ্রকার ফল, যাকে সবজি মনে করা হয়। যাতে রয়েছে লাইকোপেন। হৃদরোগের ঝুঁকি কমায়, ব্রেনের পক্ষে উপকারী

বেগুনকে নিয়েও রয়েছে বিভ্রান্তি

তবে, সবজি নয়, বেগুনও ফল-ই। ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। রয়েছে উচ্চমাত্রায় প্রোটিনও

ঢেঁড়শও একপ্রকার ফল। যা হজমে সাহায্য করে

তালিকায় রয়েছে শসাও

স্যালাডের অন্যতম উপকরণ শসা। শরীরকে হাইড্রেট রাখে

উচ্ছেও একপ্রকার ফল, যাকে সবজি ভেবে ভুল করা হয়। অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান থাকে