খুশকি। শীত থেকে বর্ষা, সারা বছরই খুশকি পিছু ছাড়ে না অনেকের।



খুশকির সমস্যা দূর করা নিয়ে তো অনেক আলোচনা হয়, কিন্তু খুশকি বাড়ে কীসে



বর্ষায় অন্যান্য সমস্যার মতোই ড্যানড্রাফের সমস্যা বাড়ে। যেমন একটি ছত্রাক সংক্রমণ বা সেবোরিক ডার্মাটাইটিস।



বাজার চলতি নানা অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুতে কোনও স্থায়ী সুরাহা হয় না।



খুশকির সমস্যা অতিরিক্ত হলে বারবার শ্যাম্পু না বদলে ডাক্তারের পরামর্শ নিন।



অনেকে মনে করেন, স্ক্যাল্প ড্রাই হওয়া থেকে বাঁচাতে শ্যাম্পু করা খারাপ।



বরং নিয়মিত শ্যাম্পু দিয়ে ভাল করে মাথা পরিষ্কার করতে হবে। অন্যের চিরুনি ব্যবহার কমাতে হবে।



কারও খুশকি আছে জানলে, তার চিরুনি ব্যবহার নয়।



খুশকির সমস্যা থাকলে স্ক্যাল্পে তেল তালানো যাবে না। তাতে সমস্যা বাড়বে।



খুশকি আঙুল দিয়ে ঘষে এদিক - ওদিক ফেলবেন না। মুখের ওপর পরলে দাগ ধরবে স্কিনে।