মেটাবলিজম বাড়াতে ব্যবহার করুন আদা। তবে, গ্রীষ্মকালে যেন আদা বেশি খাবেন না, শরীরের ক্ষতি করতে পারে।
মশলাদার খাবারে থাকে তাজা বা শুকনো লঙ্কা মরিচ। যা মেটাবলিজম এবং পূর্ণতার অনুভূতি বাড়াতে পারে। মরিচের থাকা যৌগ ক্যাপসাইসিন স্বাস্থ্যের পক্ষে উপকারী।
এসবে থাকা আয়রন সামগ্রী মেটাবলিজম বাড়িয়ে তুলতে পারে। আয়রন বিপাক, বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি অপরিহার্য খনিজ।