চলে গেলেন 'Friends'-র ছয় বন্ধুর অন্যতম, প্রয়াত চ্যান্ডলার চরিত্রাভিনেতা ম্যাথু পেরি । লস অ্যাঞ্জেলেসে বাড়ির হট-টাব থেকেই অভিনেতার সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয় বলে খবর। ঘটনাস্থল থেকে কোনও মাদক মেলেনি, প্রাথমিক ভাবে ষড়যন্ত্রের কোনও প্রমাণও পায়নি পুলিশ। ১৯৬৯ সালে ম্যাসাচুসেটসে জন্মেছিলেন ম্যাথু পেরি। তবে মন্ট্রিয়ল এবং লস অ্যাঞ্জেলিস মিলিয়ে তাঁর ছোটবেলা কাটে। বাবা জন বেনেট পেরি ছিলেন অভিনেতা। মা সুজান মেরি ল্যাংফোর্ড কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর একসময়ে প্রেসসচিব। ম্যাথুর যখন ১ বছর বয়স, তখন বাবা-মা আলাদা হয়ে যান। আশির দশকের গোড়ায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। সিটকম 'Friends'-র চ্যান্ডলার বিংয়ের চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছন। ১৯৯৪ সাল থেকে ২০০৪ পর্যন্ত চলেছিল 'Friends'। চ্যান্ডলারের মধ্যে হাসিখুশি, মজার মানুষকে দেখেছিল বিশ্ব। সেই মানুষই মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। ফিরে আসেন খাদের কিনারা থেকে। তবে এবার আর ফেরা হল না।