বর্ষায় শুষ্ক কাশি লেগেই থাকে। যা ঠান্ডা লাগা ও জ্বরের উপসর্গ

ঘরোয়া কিছু পদ্ধতি মানলে এই শুষ্ক কাশি নিয়ন্ত্রণে আনা যায়। প্রয়োজন পড়ে না ওষুধের

পান করতে পারেন গরম জল ও হার্বাল চা

ভেষজ গুণসম্পন্ন চা গলার অস্বস্তি কাটিয়ে শুষ্ক কাশিতে রাশ টানতে পারে

খেতে পারেন আদা

শুকনো কাশি থেকে মুক্তি পেতে চা বা মধুর সঙ্গে মিশিয়ে তা পান করতে পারেন

কাশি রুখতে মধুর জুড়ি মেলা ভার

অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে মধুতে। যা গলায় স্বস্তি আনে

ব্যবহার করুন হলুদও

হলুদে আছে Curcumin। যা শুষ্ক কাশির মোকাবিলা করতে পারে। চায়ে হাফ চামচ হলুদ মিশিয়ে পান করতে পারেন