উষ্ণ জলে মধু মিশিয়ে কখনও পান করেছেন? না করে থাকলে এক বার ট্রাই করতে পারেন।

বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, মধু মেশানো উষ্ণ জলের একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে।

শরীর থেকে দূষিত বর্জ্য দূর করার ব্যাপারে দারুণ কার্যকরী এই পানীয়।

রয়েছে আরও উপকারিতা। তবে সকলের ক্ষেত্রে এটি একরকম ভাবে ফলপ্রসূ নাও হতে পারে। তাই সতর্ক হয়েই এগোনো ভাল।

সকালে মধু মেশানো উষ্ণ জল নিয়মিত পান করলে ত্বকের জেল্লা বাড়ে, মনে করেন অনেকে।

হজমের সমস্যা রয়েছে? এক্ষেত্রেও একাধিক অসুবিধা কমাতে পারে এই পানীয়।

সার্বিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জরুরি ভূমিকা রয়েছে মধু মেশানো উষ্ণ জলের।

ওজন ঝরাতে চান এমন অনেকের কাছেই এই পানীয় অত্যন্ত উপকারী।

বিপাকের হার বাড়ানোর পাশাপাশি দীর্ঘক্ষণ খিদের অনুভূতি তৈরি হতে দেয় না এটি।

শরীরে জলের ভারসাম্য বজায় রাখতেও জরুরি ভূমিকা রয়েছে এই পানীয়ের।