Image Source: pixabay

বর্ষাকালে দিনভর স্য়াঁতসেঁতে ভাব থাকে। তার জন্য রান্নাঘরেও বেশ কিছু সমস্যা দেখা যায়।

Image Source: pixabay

বর্ষাকালের সেই সমস্যা এড়াতে বেশ কিছু টোটকা কাজে লাগতে পারে।

Image Source: pixabay

মশলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা এড়াতে সামান্য রোদ উঠলেও শুকিয়ে নিন মশলা।

Image Source: pixabay

গোলমরিচ, দারচিনি, তেজপাতার গন্ধ চলে যায়। এগুলি শুকিয়ে কাচের জারে রাখলে ভাল থাকবে।

Image Source: pixabay

নুন ও চিনিও ভিজে যায়, এগুলি এয়ারটাইট কোনও জারে রাখুন।

Image Source: pixabay

ডালজাতীয় শস্যেও একই সমস্যা হয়, ওই কৌটোতে কর্পূর বা নিম পাতা দিয়ে রাখলে চট করে নষ্ট হয় না।

Image Source: pixabay

বর্ষাকালে চালে পোকা লাগার ঝুঁকি থাকে। চালের জায়গায় নিমপাতা বা কর্পূর দিয়ে রাখলে পোকার উপদ্রব রোখা যায়।

Image Source: pixabay

কাজু, কিশমিশের মতো শুকনো ফল এয়ারটাইট কৌটো বা জিপব্যাগে রেখে ফ্রিজে রাখুন।

Image Source: pixabay

আলু ও পেঁয়াজের জলীয় দ্রব্য থাকে। বর্ষাকালে এই দুটি ভাল রাখতে আলাদা আলাদা জায়গায় রাখুন।