অনেকের ক্ষেত্রেই চোখের পাতা জন্মগত ভাবেই বড় হয়। তবে সকলের আইল্যাশ বা চোখের পাতা আকর্ষণীয় হয় না। আইল্যাশ বড় দেখানোর জন্য কিছু ট্রিকস রয়েছে। ব্যবহার করতে পারেন ল্যাশ কার্লার নামের একটি যন্ত্র। চোখের পাতায় প্রথমে ভাল করে মাস্কারা লাগিয়ে নিতে হবে। তারপর তা শুকিয়ে গেলে ল্যাশ কার্লার ব্যবহার করা উচিত। অনেকে মাস্কারা না লাগিয়েও ল্যাশ কার্লার ব্যবহার করে থাকেন। তবে সেক্ষেত্রে খুবই সতর্ক থাকা প্রয়োজন। চোখের উপরের পাতায় ভাল করে মাস্কারা লাগালেও চোখের পাতা দেখতে বড় এবং ঘন লাগে। চোখ হাইলাইট করা প্রয়োজন। সেক্ষেত্রে আইলাইনার এবং কাজল ব্যবহার করতে হবে। উপরের পাতায় লাইনার আর নীচে কাজল পরতে পারেন। চোখের উপরে আইশ্যাডো লাগিয়েও অনেকেই চোখের মেকআপ হাইলাইট করে থাকেন। অনেকে ব্যবহার করেন গ্লিটার শ্যাডো। চোখের পাতা বড় এবং স্পষ্ট ভাবে যাতে দেখা যায় তার জন্য উপরে এবং নীচে দু'জায়গাতেই মাস্কারা লাগানো প্রয়োজন। মাস্কারা লাগানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন তা চোখের ভিতর ঢুকে না যায়। তাহলে সমস্যা হতে পারে। চোখের পাতা বড় এবং স্পষ্ট ভাবে দেখা গেলে আর আপনার আই মেকআপ হাইলাইট করা থাকবে সেরা সুন্দরী হয়ে উঠবেন আপনি।